সার্কুলার
এতদ্দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ নির্দেশিকা, ২০২৩-২০২৪ এর কোড ০৫.০৫ মোতাবেক আগামী ০১-০৪-২০২৪ খ্রি. হতে ২১-০৪-২০২৪ খ্রি. পর্যন্ত মোট ২১ দিন মেয়াদি ইউনিয়ন ও ওয়ার্ড দলনেতা মৌলিক প্রশিক্ষণ ১ম ধাপ নিম্নবর্ণিত ছক- এ উল্লিখিত শূন্য কোটার বিপরীতে জেলা কমান্ড্যান্টের কার্যালয়, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, যশোরে অনুষ্ঠিত হবে। উক্ত প্রশিক্ষণের প্রার্থী বাছাই কার্যক্রম আগামী ২৮-০৩-২০২৪ খ্রি. সকাল ১১০০ ঘটিকায় জেলা কমান্ড্যান্টের কার্যালয়, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কুষ্টিয়া অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এমতাবস্থায়, উক্ত প্রশিক্ষণ গ্রহণে ইচ্ছুক প্রার্থীদের জেলা কমান্ড্যান্টের কার্যালয়, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কুষ্টিয়া অফিস প্রাঙ্গণে উপস্থিত হওয়ার জন্য এ বিজ্ঞপ্তি জারী করা হলো।
ক্রমিক নং |
উপজেলার নাম |
ওয়ার্ড/ইউনিয়নের নাম |
পদবী |
শূন্যপদ |
মন্তব্য |
১ |
দৌলতপুর |
দৌলতপুর |
ইউনিয়ন দলনেতা |
০১ |
|
২ |
আদাবাড়ীয়া |
ইউনিয়ন দলনেতা |
০১ |
|
|
৩ |
মিরপুর |
মিরপুর পৌরসভা ০৯ নং ওয়ার্ড |
ওয়ার্ড দলনেতা |
০১ |
|
৪ |
খোকসা |
খোকসা পৌরসভা ০৪ নং ওয়ার্ড |
ওয়ার্ড দলনেতা |
০১ |
|
৫‘ |
ভেড়ামারা |
ভেড়ামারা পৌরসভা ০১ নং ওয়ার্ড |
ওয়ার্ড দলনেতা |
০১ |
|
যোগ্যতা ও শর্তাবলি:
১। ভিডিপি প্লাটুনভুক্ত সদস্য হতে হবে;
২। ভিডিপি মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে;
৩। ন্যূনতম এসএসসি পাশ হতে হবে;
৪। বয়স ১৮-৩০ বছর হতে হবে;
৫। সর্বনিম্ন উচ্চতা ৫'-৪" তবে অধিক উচ্চতাধারীদের অগ্রাধিকার দেয়া হবে;
৬। বুকের মাপ ৩০"-৩২"
৭। সংশ্লিষ্ট ইউনিয়ন/ওয়ার্ডের বাসিন্দা হতে হবে;
৮। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ থাকতে হবে;
৯। জাতীয় পরিচয়পত্রধারী হতে হবে;
প্রয়োজনীয় কাগজপত্র (যা সঙ্গে আনতে হবে):
১। মৌলিক প্রশিক্ষণ গ্রহণের মূল সনদসহ ফটোকপি;
২। শিক্ষাগত যোগ্যতার মূল সনদসহ ফটোকপি;
২। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদের মূল কপিসহ ফটোকপি;
৩। জাতীয় পরিচয়পত্র মূল কপিসহ ফটোকপি;
৪। সত্যায়িত ছবি-০২ (দুই) কপি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস