Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ইউনিয়ন/ওয়ার্ড দলনেতা-দলনেত্রী বাছাই সম্পর্কিত বিজ্ঞপ্তি
বিস্তারিত

সার্কুলার 

          

এতদ্দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ নির্দেশিকা, ২০২৩-২০২৪ এর কোড ০৫.০৫ মোতাবেক আগামী ০১-০৪-২০২৪ খ্রি. হতে ২১-০৪-২০২৪ খ্রি. পর্যন্ত মোট ২১ দিন মেয়াদি ইউনিয়ন ও ওয়ার্ড দলনেতা মৌলিক প্রশিক্ষণ ১ম ধাপ নিম্নবর্ণিত ছক- এ উল্লিখিত শূন্য কোটার বিপরীতে জেলা কমান্ড্যান্টের কার্যালয়, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, যশোরে ‍অনুষ্ঠিত হবে। উক্ত প্রশিক্ষণের প্রার্থী বাছাই কার্যক্রম আগামী ২৮-০৩-২০২৪ খ্রি. সকাল ১১০০ ঘটিকায় জেলা কমান্ড্যান্টের কার্যালয়, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কুষ্টিয়া অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এমতাবস্থায়, উক্ত প্রশিক্ষণ গ্রহণে ইচ্ছুক প্রার্থীদের জেলা কমান্ড্যান্টের কার্যালয়, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কুষ্টিয়া অফিস প্রাঙ্গণে উপস্থিত হওয়ার জন্য এ বিজ্ঞপ্তি জারী করা হলো।


ক্রমিক নং

উপজেলার নাম

ওয়ার্ড/ইউনিয়নের নাম

পদবী

শূন্যপদ

মন্তব্য

দৌলতপুর

দৌলতপুর

ইউনিয়ন দলনেতা

০১


আদাবাড়ীয়া

ইউনিয়ন দলনেতা

০১


মিরপুর

মিরপুর পৌরসভা ০৯ নং ওয়ার্ড

ওয়ার্ড দলনেতা

০১


খোকসা

খোকসা পৌরসভা ০৪ নং ওয়ার্ড

ওয়ার্ড দলনেতা

০১


৫‘

ভেড়ামারা

ভেড়ামারা পৌরসভা ০১ নং ওয়ার্ড

ওয়ার্ড দলনেতা

০১



যোগ্যতা ও শর্তাবলি:


১। ভিডিপি প্লাটুনভুক্ত সদস্য হতে হবে;

২। ভিডিপি মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে;

৩। ন্যূনতম এসএসসি পাশ হতে হবে;

৪। বয়স ১৮-৩০ বছর হতে হবে;  

৫। সর্বনিম্ন উচ্চতা ৫'-৪" তবে অধিক উচ্চতাধারীদের অগ্রাধিকার দেয়া হবে;

৬। বুকের মাপ ৩০"-৩২"

৭। সংশ্লিষ্ট ইউনিয়ন/ওয়ার্ডের বাসিন্দা হতে হবে;

৮। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ থাকতে হবে;

৯। জাতীয় পরিচয়পত্রধারী হতে হবে;


প্রয়োজনীয় কাগজপত্র (যা সঙ্গে আনতে হবে):

১। মৌলিক প্রশিক্ষণ গ্রহণের মূল সনদসহ ফটোকপি;

২। শিক্ষাগত যোগ্যতার মূল সনদসহ ফটোকপি;

২। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদের মূল কপিসহ ফটোকপি;

৩। জাতীয় পরিচয়পত্র মূল কপিসহ ফটোকপি;

৪। সত্যায়িত ছবি-০২ (দুই) কপি।


ডাউনলোড
প্রকাশের তারিখ
25/03/2024
আর্কাইভ তারিখ
31/03/2024