Publish Date
২০১৮-০৬-০৫
Archive Date
২০১৮-০৭-০৭
বিস্তারিত
-----------------------------------------
আনসার থেকে এপিসি পদোন্নতি কোর্স জুলাই এর ১ তারিখ থেকে শুরু হবে এ বছরেই। আবেদন করতে হবে অনলাইনে। প্রশিক্ষণ কোর্স পরিচালিত হবে আনসার ভিডিপি একাডেমীতে। এ পদোন্নতি কোর্সে অংশগ্রহণ করতে হলে যোগ্য এবং আগ্রহী প্রার্থিদের অনলাইনে আবেদন করতে হবে। ২৫ জুন ২০১৮ খ্রি. তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। প্রশিক্ষণার্থি বাছাই হবে আনসার ও ভিডিপি একাডেমীতে । বাছাইএর তারিখ এসএমএস এর মাধ্যমে জানানো হবে। অনলাইনে আবেদনকালে প্রত্যেক আবেদন কারীকে ৩০০.০০ টাকা ফি পরিশোধ করতে হবে। ফি পরিশোধের নিয়মাবলী অনলাইন আবেদন পোর্টালে বর্ণিত আছে।
কারা আবেদন করতে পারবেঃ
-------------------------------------
১. যাদের স্মার্ট আইডি আছে
২. যাদের বয়স ২৮-৩৫ বছর
৩. ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এস এস সি
৪. উচ্চতা ৫'-৬" এর নীচে নয়
৫. আনসার হিসেবে চাকুরীর অভিজ্ঞতা কমপক্ষে ৫ বছর
৬. শারিরিকভাবে সক্ষম
৭. যাদের স্মার্ট ফোন আছে তারা অগ্রাধিকার পাবে
(আগষ্ট মাস থেকে হাজিরা, ছুটি, বেতন সব অনলাইনে হবে যা স্মার্ট ফোন দ্বারা পরিচালিত হবে)
৮. বর্তমানে চাকুরীরত যারা তারাও আবেদন করতে পারবে । তারা চাকুরী অব্যহতি না দিয়ে ফ্রিজ হয়ে প্রশিক্ষণে অংশ গ্রহণ করবে। যদি সফলভাবে প্রশিক্ষণ শেষ না করতে পাবে বা প্রশিক্ষণ থেকে কোন কারণে বাদ পড়ে যায় তবে ফ্রিজকৃত চাকুরীতে ফেরত যেতে পারবে।
যার আবেদন গ্রহণযোগ্য হবে নাঃ
---------------------------------------
১. কর্মকালে শৃংখলাজিনত কারণে শাস্তি প্রাপ্ত হলে
২. ভূল তথ্য প্রদান করলে
৩. নির্বাচিত হওয়ার জন্য তদবির করলে বা নির্বাচিত হওয়ার উদ্দেশ্যে কারও সাথে আর্থিক লেন দেন করলে
৪. প্রতারণার আশ্রয় নিলে
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS